বলে বলে...

ক্রিকেট খেলায় তো বল থাকবেই। কিন্তু তাই বলে...
*
রিচার্ড হ্যাডলী এবং রিচি বেনো ধারা-বিবরণী দিচ্ছিলেন। একটা বল মাইকেল আথারটনের অ্যাবডোমেন গার্ডে লাগলো। হ্যাডলী বললেন, 'বলটা দারুণ বাউন্স করেছে।' 
বেনো জিজ্ঞেস করলেন, 'কোনটা?'
*
পাকিস্তানের বোলার শামী ব্যাট করছেন। আশিস নেহরার একটা বল সজোরে শামীর ওইখানে লাগলো, মানে অ্যাবডোমেন গার্ডে। নেহরা আবার বোলিং মার্কে ফিরে যাচ্ছেন, আম্পায়ার ডেভিড শেফার্ড চেঁচিয়ে শামীকে বললেন, 'আরো দু'টো বল আছে।'
*
একইভাবে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারারও ওইখানে বল লেগেছে। রিচি বেনোর সহকারী ধারাভাষ্যকার উত্তেজিতভাবে বর্ণনা করছিলেন, আঘাতটা কতোটা গুরুতর হতে পারে। খানিক চুপ করে থেকে বেনো বললেন, 'এটা এমন একটা জায়গা, যেখানে মনে হয় ব্যথাটা যাক, কিন্তু ফোলাটা থাকলে মন্দ হয় না।'
*
ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ১৯৬৯-এর লর্ডস টেস্টে ইংল্যান্ডের এক ফাস্ট বোলারের বলে নিউজিল্যান্ডের গ্লেন টার্ণারও তাঁর সংবেদনশীল জায়গায় আঘাত পান। ধারাভাষ্য দিচ্ছিলেন ব্রায়ান জন্সটন। 'টার্ণার মাটিতে পড়ে গেছেন,' জন্সটন ঘোষণা করলেন, 'কিন্তু মনে হয় তিনি শিগগিরই আবার ব্যাট করবেন--এখনও তো একটা বল বাকী।'
*
পাকিস্তানের শাহিদ আফ্রিদি বল-বিকৃতির দায়ে ধরা পড়েছেন। এই খবর শুনে আফ্রিদির স্ত্রীর মন্তব্য, আমি আগেই জানতাম।
ভূল বুঝবেন না, উনি আম্পায়ার অথবা পাকিস্তান বোর্ডকে কটাক্ষ করেই হয়তো বলেছিলেন।
*
লর্ডসে খেলা চলাকালীন এক সমর্থক নির্বস্ত্র অবস্থায় মাঠে ঢুকে পড়ে। ধারাভাষ্যকার জন আর্লট মন্তব্য করেন, উপস্থিত বয়স্ক মহিলারা এমন একটা জিনিষ প্রত্যক্ষ করছেন যা তাঁরা বহুকাল দেখেন নি।
*
আর ধৃতরাষ্ট্রের দু'বলে সেঞ্চুরীর গল্পটাতো পুরনো হয়ে গেছে। জানেন নিশ্চই, হে হে হে...

পুনশ্চঃ
আচ্ছা বলুন তো, ধৃতরাষ্ট্রের একশ' ছেলে কেন?
তাহলে বলি শুনুন। একমাত্র ছেলে হলে আদর দিয়ে বাঁদর হবে। হ্যাঁ হ্যাঁ সেকালেও হত। তাই দ্বিতীয় ছেলে। তার ফলে হল কি, দ্বিতীয়টি হল ছোট ছেলে। যথারীতি আদর বেশী। আদরে বাঁদর। তাই এলেন তিন নম্বর। তখন তিনি হলেন ছোট। আবার সেই ছোট ছেলে আদরে বাঁদর। সেটা বন্ধ করতে চার নম্বর। তখন সে ছোট, তার বাঁদর হওয়া রুকতে পাঁচ। একই যুক্তিতে ছয়...সাত...আট...
কি ক্লিয়ার হল?
হল না? কি বললেন, তাহলে একশ'তে থামলেন কেন?
আসলে ততদিনে তাঁর চৈতন্য হয়েছে, এবার নিজের বাঁদরামিটাও তো বন্ধ হওয়া দরকার!

Comments

Popular Posts