গুহামানবের ডায়রী থেকে

<অবসৃত>

'আদরের নৌকা' (ডিসেম্বর ২০১২) (বর্তমানে পিডিএফ-ত্ব প্রাপ্ত হয়েছে)
[২০১২ সালের মে মাস। ছেলেকে নিয়ে গিয়েছিলাম ইন্দোর, পরীক্ষা দেওয়াতে। সেখান থেকে ফেরার পথে আধো-ঘুম আধো-জাগরণে যা মাথায় এসেছিল এই গল্পটা তার ফলশ্রুতি। উচ্চাঙ্গের কিছু হয় নি, তাও হালকা চালে পড়ে ফেলা যায় বোধহয়।
একটা কথা বলি। গল্পটা বারো সালের ডিসেম্বরে 'আদরের নৌকা'য় বেরিয়েছিল। তা পড়ে অনেকে মন্তব্য করেছিলেন, স্টাইল ঠিক সত্যজিৎ রায়ের মতো। আমি তো লজ্জায় মরি। ও অননুকরণীয় স্টাইল আমি পা-ওপরে-মাথা-নীচে করে এক বচ্ছর তপস্যা করলেও পাবো নাকি? হ্যাঁ, এটা ঠিক মনের ভালোলাগার প্রভাব অনিচ্ছা সত্বেও দুর্বলভাবে কিছু হয়তো এসে পড়ে। এক্ষেত্রেও তাই হয়েছে নিশ্চই।]
 

Comments

  1. হা হা হা...। এই আষাঢ়ে গল্পে প্রাণ খুলে হাসলাম। সোনার বলটির প্রতি একটুও যে লোভ হচ্ছে না, তাই বা বলি কী করে?
    চলুক। :)

    ReplyDelete
  2. অসংখ্য ধন্যবাদ ভাই বিপ্লব। তা একটা প্রতিক্রিয়ায় টিক করে দিতেন। নমস্কার।

    ReplyDelete

Post a Comment

Popular Posts